গঠিত বিষয়সমূহের পরিচালিত গোপনীয় নীতি
উপকরণ ডট কম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক শুধুমাত্র ক্রয় মার্কেট-প্লেস। উপকরনের সমস্ত সার্ভিসের অফিশিয়াল অনলাইন ঠিকানা upokoron.com এর মাধ্যমে প্রদান করা হয়।
ব্যবহৃত অনলাইন সফটওয়্যার
- উপকরণের অনলাইন পোর্টাল UpoKoron.com পরিচালনার জন্য অটোম্যাটিক কোম্পানির কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হচ্ছে।
- পোর্টালে পণ্য সরবরাহ এবং বিক্রির লক্ষ্যে একই কোম্পানির এক্সটেনশন ও-কমার্স ব্যবহার করা হচ্ছে।
- পণ্যগুলি সুন্দর সজ্জায় সজ্জিত করতে ব্যবহৃত হচ্ছে UX-themes প্রতিষ্ঠানের ফ্ল্যাট-সাম পিএইচপি ফ্রেম-ওয়ার্ক।
- পণ্য অনলাইনে সরবরাহ হতে শুরু করে গ্রাহকের নিকট পৌঁছানোর মাঝের সকল তথ্য আদান প্রদানের ক্ষেত্রে উপরিক্ত সকল কিছুর সঙ্গে আরো কিছু সফটওয়্যার এবং এক্সটেনশন ব্যবহৃত হচ্ছে।
একাউন্ট এবং সার্ভিস
- উপকরণে নিবন্ধিত আপনার একাউন্টের যেকোনো তথ্য যেকোনো সময় মুছে কিংবা যোগ হতে পারে।
- আপনার অর্ডার যেকোনো কারনবসত কেন্সেল হতে পারে কিংবা যথা সময়ে শিপিং নাও হতে পারে। এতে উপকরণের সিদ্ধান্ত চুরান্ত প্রচারিত হবে।